নিয়ন্ত্রণ হারিয়ে লরি চায়ের দোকানে, নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১১:৩০ এএম

ছবি: নেত্রকোনা প্রতিনিধি

ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদর উপজেলায় লরিচাপায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নেত্রকোনা-মদন সড়কের মৌজেবালী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন- সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) ও লক্ষীগঞ্জ ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে এমদাদুলসহ আরো কয়েকজন মৌজেবালী এলাকায় নেত্রকোনা-মদন সড়কের পাশে চায়ের দোকানে বসা ছিলেন। এসময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে লরিচাপায় ভ্যানচারকসহ পাঁচজন আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

তিনজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। 

নেত্রকোণা মডেল থানায় ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh