পুঠিয়ায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০১:২৭ পিএম

রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে সব ধরনের লেনদেনের সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা সদরের পুঠিয়া-আড়ানী রোডে সরকারি পি এন হাই স্কুল মার্কেটে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের নতুন ১৪৬৩ তম শাখার শুভ উদ্বোধন করা হয়। এটি রাজশাহী জেলার মধ্যে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ২৮তম শাখা।

সিটি ব্যাংক লি. পুঠিয়ায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রধান পৃষ্ঠপোষক আহসান উল হক মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের এমপি প্রফেসর ডা. মনসুর রহমান।

উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের এসএভিপি এন্ড রিজিওনাল হেড (নর্থ বেঙ্গল) মো. সাইফুল ইসলাম। অধ্যক্ষ গোলাম ফারুক, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা জানান, এ আউটলেট থেকে গ্রাহকগন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনাসহ এফডিআর, ডিপিএস, কার-লোন, সহজ শর্তে মোটর-সাইকেল লোন, ব্যবসায়ীদের এস.এম.ই লোন, রেমিটেন্স লোন প্রদানসহ ডেবিট-ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে লেন-দেন করা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh