কলারোয়ায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৬:২৫ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো তিন জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিপক্ষ আনসার গাজীসহ ৪ জনকে আটক করেছে।

নিহতের নাম আমজাদ গাজী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে। আহতরা হলেন, স্থানীয় বিথী ও ফাতেমাসহ তিন জন।

পুলিশ জানায়, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা জারির পরও ওই জমিতে আজ সকালে আমজাদ গাজীসহ তার লোকজন ধান রোপনের জন্য চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ তার আপন চাচাতো ভাই আনসার গাজীসহ তার সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তাকে (আমজাদ গাজীকে) লক্ষ্য করে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিপক্ষ আনসার গাজীসহ চার জনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh