স্বর্ণের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১১:০১ পিএম

দাম বাড়ানোর এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা কমানো হয়েছে। গত ৫ জানুয়ারি এই মানের স্বর্ণের দাম ভরিতে ১৯৮৩ টাকা বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, বুধবার (১৩ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিতই থাকবে বলে জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৪ হাজার ৬৫০ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ৫১৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৭১ হাজার ৫০০ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬০ হাজার ৭৬৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh