এসপি পদমর্যাদার ২১ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১১:২২ পিএম

বিসিএস ক্যাডারের পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পাওয়া ২১ কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

পদোন্নতি পাওয়া ২১ এসপির মধ্যে পুলিশ অধিদপ্তরের সুফিয়ান আহমেদকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের এসপি, ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের মো. নাজিমুল হককে পিরোজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ওয়াহিদুল হক চৌধুরীকে বান্দরবানের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ বেলায়েত হোসেনকে সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মো. জাহাঙ্গীর আলমকে ঢাকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) ড. এসএম ফরহাদ হোসেনকে কুষ্টিয়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে।

স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) মো. আবদুল্লাহ আল-মামুনকে কক্সবাজারের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মো. নূরুল আমীন হাওলাদারকে বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আ স ম শামসুর রহমান ভুঁঞাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) মো. মাহফুজ্জামান আশরাফকে লালমনিরহাটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মো. জসিম উদ্দীনকে ফরিদপুরের নৌ-পুলিশ ইউনিটে, র‍্যাবের মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের মো. শাহরিয়ার আলীকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের মো. বেলাল হোসেনকে বগুড়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মো. রবিউল ইসলামকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে, রংপুর মহানগর পুলিশের মো. আবদুল্লাহ আল ফারুককে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ অধিদপ্তরের মো. আনোয়ার জাহিদকে ঢাকার পুলিশ টেলিকমে, ঢাকার পুলিশ সুপারের কার্যালয়ের মোহাম্মদ সাঈদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ঢাকার পুলিশ স্টাফ কলেজের মোহাম্মদ সালাহ্ উদ্দিন তালুকদারকে জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং বরিশালের আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. শাহজাহানকে দিনাজপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh