ভারত থেকে এলো বছরের প্রথম পেয়াঁজের চালান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১০:৪৬ এএম

চুয়াডাঙ্গার দর্শনা শুল্ক রেলবন্দর দিয়ে ভারত থেকে এলো পেয়াঁজের বড় চালান। গতকাল মঙ্গলবার দুপুরে আমদানি করা পেঁয়াজের বড় একটি  চালান দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন বছরে এটিই প্রথম পেঁয়াজের বড় চালান দর্শনা বন্দরে এলো। 

বন্দর কর্তৃপক্ষ জানান- ভারত থেকে ৪২টি রেল ওয়াগনে আমদানি করা মোট একহাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজের মধ্যে ৩০ ওয়াগন পেঁয়াজ যশোর নওয়াপাড়ায় নেয়া হয়েছে, বাকি ১২ ওয়াগন পেয়াঁজ দর্শনা বন্দরেই খালাশ করে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে বলে জানিয়েছেন। তিনজন একর‌্যাকে (৪২ ওয়াগন) আমদানিকারকের মাধ্যমে এই পেঁয়াজ এখানে আসে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের পর এ বছর এই প্রথম পেঁয়াজের বড় চালান ট্রেনযোগে দর্শনা বন্দরে প্রবেশ করলো। চাহিদা মোতাবেক আমদানি করা আরো পেঁয়াজ পর্যায়ক্রমে আসবে বলে তিনি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh