যশোরে পিটিয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৩:২৯ পিএম

তুচ্ছ ঘটনায় সানোয়ার হোসেন মোল্লা (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় যশোর পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
নিহত সানোয়ার হোসেন নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের মৃত গনি মোল্লার ছেলে।

নিহতের ছেলে মাহবুর মোল্লা জানান, গত ১০ জানুয়ারি বেলা ১১টার দিকে তার ছোটভাই রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নড়াইল শহরে যাচ্ছিলেন। পথে ভাদুরিয়া এলাকায় ফারুক নামে একজন ট্রাকচালক ধাক্কা দেয়। এ নিয়ে দত্তপাড়ার বাসিন্দা ফারুকের সাথে কথাকাটাকাটি হয়। তখন ফারুক তাকে জীবননাশের হুমকি দেয়।

ওইদিন বিকেলেই তার বাবা সানোয়ার হোসেন মোটরসাইকেলযোগে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি দত্তপাড়ায় পৌঁছালে ফারুক তার সহযোগী আজিজুর, এনামুল, ফরিদ ও ইমরুল মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর বৃদ্ধ সানোয়ারকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর তারা বাবাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই যশোরে বেসরকারি পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পাবলিক অ্যাসল্টের কারণে মারা যাওয়া একজনের মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে এসেছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মারপিটের ঘটনায় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় যশোরে মারা গেছেন বলে শুনেছি। মৃতের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh