বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ০৫:২৯ পিএম

ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধসহ ডব্লিউ -এ- ৬৬০৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।

বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ঔষধের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, তার কাছে একটি গোপন খবর আসে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে।

এমন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমাসহ সঙ্গীয় একটি দল টার্মিনালে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতী বিভিন্ন প্রকার ঔষধসহ ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh