চীনের করোনা ভ্যাকসিন নিলেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১, ১১:০৮ পিএম

চীনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েপ এরদোয়ান।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্দলু এজেন্সি জানায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) আঙ্কারা শহরের একটি হাসপাতালে তিনি এ টিকা গ্রহণ করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এরদোয়ান বলেন, আমি টিকা নেয়ার পর ভালো অনুভব করছি।

সাংবাদিকদের এরদোগান বলেন, আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ সদস্যদের উৎসাহ দেয়ার জন্য করোনা টিকার আবেদন করা উচিত। এটাই হবে সঠিক সিদ্ধান্ত। 

এ সময় তিনি দেশজুড়ে ২ লাখ ৫০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের আওতায় আনার কথা বলেন। তাদেরকে সম্মুখযোদ্ধা বলেও সম্বোধন করেন। 

প্রথম পর্যায়ে চীনা সিনোভ্যাক বায়োটেকের ৩০ লাখ ডোজ করোনা টিকার চালান ৩০ ডিসেম্বর তুরস্কে পৌঁছয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh