মায়াটোপ- দুই

এন জুলফিকার

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৩:০৫ পিএম

দিনের পাতারা ওড়ে, পলকে পালক ভাসে প্রায়
যেখানে একক গাছ সকল রোদের রেণু খায়
বসেছি তাহার পাশে, জুটেছে মোহনবাঁশি তাতে
লোকেরা নিজের হয়, সকল আশাকে মেরে ভাতে
কী যেন বোঝাতে চায়, কী যেন ধূসর ছবি এঁকে
আমার-ই পথের পাশে পাতে ফাঁদ, চলে যায় বেঁকে।

রক্তটানের মোহে কাটে দিন, দিনগত ক্ষয়
তাথৈ নাচের তালে দেখা যত ভুল- ভুল নয়।
চোখ-ও কী ভীষণ দোষী, এত সব ভ্রম দেখে রোজ
তাই তো মিলন গাঁথি, জড়ো হই, জমে ওঠে ভোজ।

কবে কে নামালো পাঁকে, সেসব মনে কি রাখি ছাই!
বেসুরো হলেও তবু মায়ারোদ রোজ খুঁটে খাই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh