জামালপুরে আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমার পরলোকগমন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৩:১৫ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১, ০৩:১৬ পিএম

ছবি: জামালপুর প্রতিনিধি

ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা (৭৩) আর নেই। 

গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গারো পাহাড়ের দিঘলাকোনা গ্রামস্থ নিজবাড়িতে তিনি পরলোকগমন করেন।

গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, এবেন্দ্র সাংমা দীর্ঘদিন যাবত পাকস্থলীতে ক্যান্সার রোগে ভুগছিলেন। 

এবেন্দ্র সাংমা মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। জামালপুর জেলায় তিনিই ছিলেন একমাত্র আদিবাসী মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের শুরুতেই মাত্র ১৯ বছর বয়সে ভারতে প্রশিক্ষণ নিয়ে টানা ৯ মাস রণাঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি প্রথমে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ও পরে জামালপুরের ঐতিহাসিক কামালপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh