শনাক্ত কমেছে, মৃত্যু বেড়েছে

করোনায় আরো ২১ জনের মৃত্যু, শনাক্ত ৫৭৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৩:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু আগের দিনের চেয়ে বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কমে পাঁচশর ঘরে নেমেছে।

দেশে গত একদিনে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল।

এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৭৮ জনের। এরফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন হয়েছে।

এছাড়া বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত একদিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৭তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ ও এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh