সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২১, ০৫:৩১ পিএম

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে অভিন্ন নকশার শহীদ মিনার তৈরি করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ শনিবার (১৬ জানুয়ারি) ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ওপর ছেড়ে দেয়ায় একেক বিদ্যালয়ে শহীদ মিনারের ডিজাইন একেক রকম হয়েছে। এখন কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার তৈরি করা হবে। এজন্য কেন্দ্রীয়ভাবে একটি নকশা তৈরি করে সব বিদ্যালয়ে পাঠানো হবে।

তিনি আরো বলেন, অভিন্ন নকশার শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়নে ডিপিই’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও বিভাগীয় সব উপ-পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। 

শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন মনসুরুল আলম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh