বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন চেয়েছে গ্লোব বায়োটেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০২:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ইথিক্যাল অ্যাপ্রুভাল চেয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) প্রটোকল জমা দিয়েছে গ্লোব বায়োটেক।

আজ রবিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জমা দেয়া হয় বলে জানিয়েছেন গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. আসিফ মাহমুদ।

তিনি বলেন, গ্লোব বায়োটেকের পক্ষে তাদের সিআরও (ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন) এ প্রটোকল জমা দিয়েছে। বিএমআরসির অনুমোদন পেলেই হিউম্যান ট্রায়াল শুরু করা হবে। বাংলাদেশে কোনো ভ্যাকসিনের ফেইজ-১ এর ট্রায়াল হবে, এটা আমাদের জন্য মাইলফলক।

সব মিলিয়ে প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই আবেদনটি বিএম‌আরসির একজন সহকারী পরিচালক গ্রহণ করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর গ্লোব বায়োটেক লিমিটেডকে পরীক্ষামূলক প্রয়োগের জন্য করোনাভাইরাসের টিকা উৎপাদনের অনুমতি দেয়া হয়।

গ্লোব বায়োটেক লিমিটেড করোনাভাইরাসের টিকা তৈরির দৌড়ে থাকা একমাত্র বাংলাদেশি কোম্পানি, যার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh