কাবুলে ২ নারী বিচারককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৩:০৮ পিএম

আফগানিস্তানের সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

আজ রবিবার (১৭ জানুয়ারি) সকালে তারা গাড়িতে চড়ে কাজে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। 

সুপ্রিম কোর্টের এক মুখপাত্র ফাহিম কাইয়ুম বলেন, আদালতের গাড়িতে করে অফিসে আসার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আমরা আামদের দুই নারী বিচারককে হারিয়েছি। এছাড়া হামলায় গাড়ির চালকও আহত হয়েছে।

তিনি আরো বলেন, দেশের সর্বোচ্চ আদালতে দুই শতাধিক নারী বিচারক কাজ করেন।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র জামশিদ রাসুলি এই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখনো কোনো জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh