দেশে করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৪:১৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯০৬ জনে। 

এ সময়ে ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এরফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনে।

গতবছরের ২ মে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়। সেদিন ৫৫২ জনের করোনা শনাক্ত হয়। 

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে আরো ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছে । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ে আজ রবিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh