ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ০৮:০৬ পিএম

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ এ দাঁড়িয়েছে। আজ রবিবার (১৭ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) এ তথ্য জানিয়েছে।  

এদিকে ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে। তবে এ পর্যন্ত ঠিক কতোজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু বলেনি।

গত শুক্রবার সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য লোক গৃহহীন হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে আহত আহত শত শত লোকের চিকিৎসা চলছে। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে।

দ্বীপটিতে ২০১৮ সালে ৭.৫ তীব্রতার ভূমিকম্প ও সুনামির আঘাতে ৪ হাজার ৩শ’রও বেশি লোকের প্রাণহানি ঘটে অথবা নিখোঁজ হয়।

সর্বশেষ এই ভূমিকম্পে শনিবার ৪৬ জনের প্রাণহানির কথা বলা হলেও সরকারি হিসেবে এখন তা ৭৩ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার প্রধান দ্বিকোরিতা কার্নাওয়াতি শনিবার স্থানীয় টেলিভিশনকে বলেছেন, আরেকটি ভূমিকম্প হতে পারে ও সেটি ৭ মাত্রা পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুনামি ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ার’ (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) এর ‍উপর ছড়িয়ে থাকা ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh