ঝিনাইদহে সীমান্ত থেকে সোনার বারসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১১:৩০ পিএম

ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ভারতে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দুইটি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

আজ রবিবার (১৭ জানুয়ারি) উপজেলার খোশালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে টুটুল মিয়া ও আব্বাস আলী নামের দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রায় ২৪ ভরি ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক টুটুলের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার চিংগারচর গ্রামে ও আব্বাস আলীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh