ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১১:০৫ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১, ১১:০৬ এএম

সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকারের সবুজ সংকেত পেলে ফেব্রুয়ারিতে সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

গতকাল রবিবার (১৭ জানুয়ারি) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মহাপরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আমাদের নিতেই হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে সরকার। স্কুল-কলেজ খোলার পূর্বে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নেয়ার কাজ আমরা শুরু করতে যাচ্ছি। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দিলে যেন আমরা দ্রুত ক্লাস কার্যক্রম শুরু করতে পারি সে লক্ষেই এই প্রস্তুতি নেয়া হচ্ছে।

গোলাম ফারুক আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও শুরুতে একই দিনে সবার ক্লাস হবে না। শুরুতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। তাদের ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হবে। করোনা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ চলছে। শিগগিরই এই বিষয়ে নির্দেশনা জারি করবে মাউশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh