লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ২ পুলিশ সদস্য নিহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ০৭:২৪ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১, ০৭:২৫ পিএম

ছবি: লালমনিরহাট প্রতিনিধি

ছবি: লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

আজ সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার খানেরবাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাতীবান্ধা থানার ডিটেকটিভ ব্র্যাঞ্চ (ডিএসবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম (৪৮)।

পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে উপজেলার বড়খাতা থেকে বুড়িমারী মহাসড়ক হয়ে হাতীবান্ধা থানার দিকে ফিরছিলেন পুলিশ সদস্য আব্দুল মতিন ও মুজিবুল আলম। পথিমধ্যে খানেরবাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই পুলিশ সদস্য মারা যান।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh