শততম ম্যাচে সাকিবের ‘১৫০’ উইকেট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১০:১৪ এএম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দেশের প্রথম বোলার হিসেবে ঘরের মাঠে ১৫০তম উইকেট শিকারের স্বাদ নিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে শততম ম্যাচ খেলতে নামেন তিনি।

গতকাল বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের দ্বিতীয় ওভারেই উইকেট পান সাকিব। ৩৪ বলে ১২ রান করা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করেন তিনি। ফলে ঘরের মাঠে ১৫০তম উইকেট পূর্ণ হয় সাকিবের।

এ ম্যাচের আগে ঘরের মাঠে সাকিবের পরিসংখ্যান ছিলো ৯৯ ম্যাচে ১৪৯ উইকেট। এখন তার উইকেট সংখ্যা ১৫৩টি। দেশের বাইরে ১০৭ ম্যাচে তার শিকার ১১১টি। সব মিলিয়ে ২০৭ ওয়ানডেতে সাকিবের ঝুলিতে জমা হলো ২৬৪টি উইকেট।

সাকিবের পরই ঘরের মাটিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১০৩ ম্যাচে ১৪৭ উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭৯ ম্যাচে রাজ্জাকের শিকার ১২২ উইকেট। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh