থানচিতে জিপ খাদে পড়ে তিনজন নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০২:৫১ পিএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২১, ০৩:২৯ পিএম

বান্দরবানে থানচি উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে থানচি-লিক্রি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

নিহতদের একজন থানচি সদর উপজেলা বাকলাই পাড়ার বাসিন্দা লালসিম এল বম। অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

থানচি থানা ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী এলাকা লিক্রি থেকে জিপ গাড়ি করে থানচির বাজারে যায় একদল যাত্রী। থানচি উপজেলা সদরে তিন কিলোমিটার কাছাকাছি পৌঁছলে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

‘আহত অবস্থায় মোট আটজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। একজনের পরিচয় জানা গেলেও নিহত অপর দুইজনকে শ্রমিক বলে ধারণা করা হয়। গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচ জনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের পরিচয় খবর নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি সাইফুদ্দিন আনোয়ার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh