সেন্টমার্টিনে ট্রলার ডুবি

সেন্টমার্টিনে ট্রলারডুবি: ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১০

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১, ০৮:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে চারজনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছেন। 

এছাড়া আরো ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৩৪.৫ মাইল দূরত্বে ট্রলারটি ডুবে যায়।

সেন্টমার্টিন কোস্টগার্ডের লেফটেন‌্যান্ট আরিফুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করে বলেন, সেন্টমার্টিন থেকে ৩৪.৫ মাইল দূরত্বে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনার পর নৌবাহিনীর তিনটি ও কোস্টগার্ডের দুইটি জাহাজ উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরো বলেন, চট্টগ্রামের মালিকানাধীন ট্রলাটির নাম জানজাবিন। তাতে ২৬ জন মাঝিমাল্লা ছিল। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রামে নেয়া হবে।

এছাড়া নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের দুটি ও নৌ-বাহিনীর দুটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ফিশিং ট্রলারডুবির ঘটনায় কোস্টগার্ড ও নৌ-বাহিনী সদস্যরা চারজনের মৃতদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত ১২ জন জেলেকে উদ্ধার করে। ট্রলারডুবির ঘটনায় আরো ১০ জন নিখোঁজ থাকার খবর রয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি সেন্টমার্টিনের নয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh