অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৭:৩৫ পিএম

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কেউ করোনাভাইরাস টিকা পাবে না।

আজ সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ে কভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মহাপরিচালক বলেন, ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেয়া হবে না। রেজিস্ট্রেশনের বাইরে টিকা দেয়াকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের এ ডাটাগুলোকে সংরক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। পরবর্তীতে এগুলো কাজে আমাদের লাগাতে হবে।

তিনি বলেন, কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকছে না। রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা কেন্দ্রে টিকা পাঠাবো। সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকার সুযোগ দিলে অনেক টিকা নষ্ট হবে। 

নির্ধারিত তারিখ ও কেন্দ্র অনুযায়ী টিকা নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ জানুয়ারি কভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে ব্রিফিংয়ে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh