ট্রাম্পের অভিশংসন: সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১২:৫০ পিএম

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র কংগ্রেসের ক্যাপিটল ভবনে হামলায় মদদ দেয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরুর জন্য প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনে এ ধরনের প্রতিবেদন সিনেটে উপস্থাপন করা হলো। 

গতকাল সোমবার (২৫ জানুয়ারি) উপস্থাপন করা এই অভিযোগে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার আগে এক বক্তব্যে তাদের উসকানি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট। 

বিধি অনুযায়ী, প্রতিনিধি পরিষদের নয়জন অভিশংসন ব্যবস্থাপক গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্পের সমর্থকদের হামলা চালানোর ঘটনায় কংগ্রেসের বিভিন্ন হল প্রদক্ষিণ করে অভিশংসন প্রতিবেদন সিনেট সেক্রেটারির কাছে জমা দেন।

ট্রাম্পের বিরুদ্ধে সিনেট ট্রায়াল আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে।

এই বিচারে প্রতিনিধি পরিষদের প্রধান প্রসিকিউটর জেমি রাসকিন কংগ্রেসে পৌঁছানোর পর ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে সহিংসতায় উসকানি নিয়ে ডোনাল্ড জন ট্রাম্প গুরুতর অপরাধ ও আইন লঙ্ঘন করেছেন।

এই অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। -এএফপি ও রয়টার্স

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh