ভারতে টুরিস্ট ভিসা শিগগিরই চালু হবে: দোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ০৫:২৭ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১, ০৫:২৮ পিএম

ছবি: ইউএনবি

ছবি: ইউএনবি

ভারতে শিগগিরই ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) হাইকমিশনে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

দোরাইস্বামী বলেন, এখন বাংলাদেশ ও ভারতে কভিড-১৯ টিকা দেয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন তারা।

আশা করি শিগগিরই সম্ভব হবে। আমরা বাস্তবিক অর্থেই টুরিস্ট ভিসা দেয়া শুরু করতে চাই। বাংলাদেশ ও ভারতে টিকা দেয়ার মধ্যেদিয়ে মানুষের আস্থা আরো বাড়বে।

তিনি বলেন, তারা বিশ্বাস করেন- করোনা পরিস্থিতিতেও ভারত ও বাংলাদেশ এক সাথে এগিয়ে যাবে এবং তারা তাদের প্রতিবেশীদের বিশেষত বাংলাদেশের সাথে যতটা সম্ভব নিবিড়ভাবে কাজ করতে চায়। এই কারণেই উপহার ও বাণিজ্যিক উভয়ভাবেই ভারত থেকে ভ্যাকসিন পাওয়া প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

বাংলাদেশে খুব দ্রুতই টিকাদান শুরু হবে আশাবাদ ব্যক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে তিনি আরো বলেন, এই রোগ থেকে কেউই একা রক্ষা পেতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh