করোনা সংক্রমণ বাড়ায় নিউইয়র্কের ২ মসজিদ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১২:৫৯ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১, ১২:৫৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন করে উদ্বেগজনকভাবে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দুইটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। 

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্ক সিটির ওই দুই মসজিদের মুসুল্লিদের মধ্যে কভিড সংক্রমণ চিহ্নিত হওয়ায় সেখানে আপাতত নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মসজিদ দুটি হচ্ছে- জ্যামাইকার হিলসাইড ইসলামিক সেন্টার ও ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি)।

হিলসাইড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আমাদের মসজিদের কয়েকজন নিয়মিত মুসুল্লি কভিডে আক্রান্ত হওয়ায় সিডিসি গাইড লাইন মোতাবেক দুই সপ্তাহের জন্য মসজিদ বন্ধ থাকবে। এই কার্যক্রম গত ২০ জানুয়ারি থেকে বন্ধ করে দেয়া হয়েছে এবং তা ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী ৩ ফেব্রুয়ারি ফজর থেকে আবার নিয়মিত নামাজ আদায় শুরু হবে। এই সময়কালে মসজিদের সকল নিয়মিত মুসুল্লিদের কোয়ারেন্টিনে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সময়ে পুরো মসজিদটি নিয়মিত সেনিটাইজ করা হবে।

অপরদিকে পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমিউনিটিতে কভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৪ জানুয়ারি মাগরিব থেকে নামাজ আদায় বন্ধ থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ এর অন্তর্ভুক্ত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh