দেশে করোনায় আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এই মহামারিতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ হাজার ১৩৭ জনে দাঁড়ালো।

এসময়ে নতুন করে ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরফলে আক্রান্ত রোগীর মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন হলো।

এছাড়া গত একদিনে ৪৭২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮০ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৭৫টি নমুনা।

মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়- ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। বিভাগওয়ারী হিসাবে, ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম একজন, বরিশাল একজন ও সিলেট বিভাগে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.৫৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh