নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৪ পিএম

নাটোরের হয়বতপুর বাজার এলাকায় ট্রাকচাপায় আমীন হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে এর প্রতিবাদে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করে স্থানীয়রা। এতে রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। 

আমির এলাকার দর্জি দোকানি ও ষোলঘর এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, আমির হয়বতপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় নাটোর-ঢাকা মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেল টিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। 

পরে স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে এই মহাসড়কের একটি লেইন বন্ধ থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান। 

নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়ার আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh