টেকনাফে ১ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫২ পিএম

টেকনাফের নাফনদী থেকে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের সাবরাং বড় খাল সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ইয়াবার এ চালানটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানান কোস্টগার্ড।

শুক্রবার সকালে এব্যাপারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিন জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে টহল জোরদার করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে নদী সাঁতরে একজন পাচারকারী বস্তা নিয়ে অনুপ্রবেশ করতে থাকে। এসময় কোস্টগার্ড সদস্যরা স্পীড বোট যোগে ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে গণনা করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ কর্মকর্তা আরো জানান, এসময় পাচারকারী সাঁতরে সীমান্তের জিরো লাইন অতিক্রম করাই তাকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh