নর্দমায় পর্যটকের মোবাইল উদ্ধারে গিয়ে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৭ পিএম

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এক পর্যটকের পড়ে যাওয়া মোবাইল উদ্ধারে নর্দমায় নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লালু নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক পর্যটকের মোবাইলটি অসাবধানতাবশত নর্দমায় পড়ে যায়। এটা উদ্ধার করতে টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নালায় নামানো হয়। এ সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়। ঘটনার পরপর পর্যটক পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনিরুল গিয়াস জানান, অসাবধানতাবশত পর্যটকের মোবাইল নর্দমায় পড়লে তা উদ্ধারের জন্য টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ব্যবহার করা হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই  শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh