মুমিনুলের ফিফটিতে বাংলাদেশের লিড আড়াইশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫২ এএম

ছবি: স্টার মেইল

ছবি: স্টার মেইল

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতে অধিনায়ক মুমিনুল হক হাফ সেঞ্চুরি করেছেন। তার হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ আড়াইশ রানের লিড পার করেছে। 

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালটা ভালোভাবেই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল। দুইজনে মিলে খেলছিলেন সাবলীলভাবে। কিন্তু ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের দশম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক।

এরপর নিজের চতুর্দশ টেস্ট ফিফটি তুলে নেন মুমিনুল হক। কর্নওয়ালের বলে লং-অফে ঠেলে দিয়ে হাফ সেঞ্চুরি পান মুমিনুল। তিনি ৩১ রান নিয়ে দিন শুরু করেছিলেন। ৮৪ বল খেলে ফিফটি ছোঁয়ার পথে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন পাঁচটি।  

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।  

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ৩২ ওভারে ৮২/৪ (লিটন দাস ৩*, মুমিনুল ৫৪*)  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh