বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালকসহ নিহত ৩

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতলা গ্রামের আব্দুল কাদের বয়াতির ছেলে মো. আক্তার (৩০) ও বরিশাল সদরের উত্তর চরজাগুয়া এলাকার আব্দুল আজিজেজ ছেলে মো. রাসেল (২২) ও চালকের সহকারী পিরোজপুরের মঠবাড়িয়ার মো. সুমনের ছেলে সোহান (৩০)।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বরিশালগামী এক ট্রাক গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় বিকল হয়ে যায়। খবর পেয়ে ওই ট্রাক চালকের ঘনিষ্ট বরিশালগামী আরেক ট্রাকচালক সেখানে গাড়ি থামিয়ে বিকল ট্রাকের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান বিকল ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই দুই ট্রাকের চালক ও এক ট্রাকের চালকের সহকারী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

তিনি বলেন, হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যান তিনটি আটক করেছে পুলিশ। তবে কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে। 

এ ঘটনায় গৌরনদী থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান হাইওয়ে ওসি।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার যাবতীয় বিষয় দেখভাল করে হাইওয়ে পুলিশ। তাদের মামলা তদন্ত করে থানা পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিচ্ছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh