দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধার করা মাদকের মধ্যে হলো ৫০০ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৪৭ বোতল ফেনসিডিল, ৮৭৫ বোতল মদ, ৫ হাজার ৪৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা।

উদ্ধার করা মাদকের মূল্য ৯৩ লাখ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত সীমান্ত সংলগ্ন বিজিবি‘র বিওপি ক্যাম্পের টহলরত সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,গাঁজা ও মদ উদ্ধার করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh