মাছের সাথে শত্রুতা!

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩ পিএম

যশোরের ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা গ্রামের আবু তালেবের পুকুরে বিষ ট্যাবলেট দিয়ে প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ঝিকরগাছা থানায় তিনি এ অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আবু তালেব উল্লেখ করেন, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তার পুকুরে মাছ মরে ভেসে উঠছে বলে খবর দেন। সংবাদ তিনি সেখানে দেখেন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

অভিযোগে আরো উল্লেখ করেছেন, বেজিয়াতলা এলাকায় তার ৬ বিঘা জমিতে পুকুরটি। সেখানে পাবদা, টেংরা, রুই, কাতলাসহ দেশি প্রজাতির মাছ চাষ করেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে। পরদিন সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারোর সাথে কোন শত্রুতা ছিলো কি না সে ব্যাপারে আবু তালেব কিছুই জানাননি।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আবু তালেবের অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh