চীনে সিনোভ্যাকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪২ পিএম

চীনে জনসাধারণের ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিন কোরোনাভ্যাক অনুমোদন দেয়া হয়েছে।

সিনোভ্যাক বায়োটেকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা স্থানীয়ভাবে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এর অনুমোদন দিল।

এর আগে, গত বছর ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত ভ্যাকসিন অনুমোদন পায়। সিনোফার্মের আরেকটি ভ্যাকসিন অনুমোদনের অপেক্ষায় আছে। তবে তিনটি ভ্যাকসিনই ইতিমধ্যে চীনের টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিনোভ্যাক জানায়, ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওস সিনোভ্যাকের কোরোনাভ্যাক ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। দেশের বাইরে দুই মাসের শেষ ধাপের ট্রায়ালের ফলাফলের ওপর ভিত্তি করে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রেশন দুই ডোজে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়।

সিনোভ্যাক লাইফ সায়েন্সেস এর বেইজিং ইউনিটে প্রতি বছর ১০০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh