সোমবার থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৬ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

দক্ষিণ কোরিয়া আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীসহ বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণ শুরু করবে।

আজ রবিবার  (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

গত বছর জুলাই মাসে করোনা সংক্রমণ রোধে বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। এ সিদ্ধান্তের কারণে অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। তবে এটিকে সাময়িক সিদ্ধান্ত বলছে সিউলে বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh