প্রাথমিক শিক্ষকদের জন্য ডিপিইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৩ পিএম

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন পেতে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে তথ্য এন্ট্রিতে কোনো ব্যক্তিকে অর্থ না দিতে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ ওয়েবসাইটে প্রকাশ করেছে।

গত ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে দেয়ার জন্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে তথ্য এন্ট্রির কাজ চলমান আছে। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, কোনো কোনো উপজেলা/থানা শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির নেতা পরিচয়ে কতিপয় ব্যক্তি তথ্য এন্ট্রির কাজে অনৈতিকভাবে অর্থ লেনদেন করছেন। এহেন কর্মকাণ্ডে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

শিক্ষকদের তথ্য আইবাস প্লাস প্লাস কাজে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে ফেকাল পয়েন্ট সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নুরুল ইসলাম (০১৭৪২৪৮০২০১), শিক্ষা অফিসার (অর্থ) তাপস কুমার সরকার (০১৭১১৪৬১০৪৯), সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মৃত্যুঞ্জয় সরকার (০১৭১২৭৫৯৬১৫) এবং প্রকিউরমেন্ট অফিসার (অর্থ ও রাজস্ব) আ ফ ম জাহিদ ইকবালের (০১৫৫২৪৩৯১২৮) সাথে যোগাযোগ করতে শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh