টেকনাফে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:০২ পিএম

ছবি: কক্সবাজার প্রতিনিধি

ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিনিবাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত ও আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মরিচ্যা ঘোনা এলাকার সালামত উল্লাহ (৬০) ও তার মেয়ে ইসমত আরা (১৫),  একই এলাকার কালো মিয়া (২০)। নিহত সিএনজিচালকের নাম পরিচয় জানা যায়নি।

সিএনজিটি কক্সবাজারের দিকে মিনিবাসটি টেকনাফের দিকে যাচ্ছিলো। বেপরোয়া গতির বাসটি সরাসরি সিএনজির উপর দিয়ে তুলে দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে পাশের ধান খেতে পড়ে যায়। এতে সিএনজির ভিতরে থাকা চালকসহ চারজনের মৃত্যু হয়। 

টেকনাফ-হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ  নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাসের ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা হয়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh