পাবনায় ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম

কারিগরী শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনস্থ নার্সিং শিক্ষার্থীদের কমপ্লিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অনতিবিলম্বে গ্রহণের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ফ্যামিলে ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান প্রদানেরও দাবি জানানো হয়।

বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে দেড়ঘন্টাব্যাপী এই মানববন্ধন প্রদর্শন করা হয়।

এ সময় বক্তব্য দেন- তরিকুল ইসলাম, আম্বিয়ারা খাতুন, বিল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, সোহেল হাসান, আসফার হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh