কা‌লিহাতীতে আ.লীগ-বিএন‌পি সমর্থকদের সংঘর্ষে আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩২ পিএম

ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কা‌লিহাতী পৌরসভা নির্বাচ‌নে ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে আওয়ামী লীগ ও বিএন‌পির প্রার্থী‌র কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষে ১০ জন আহত হ‌য়ে‌ছে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়া‌রি ) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে পৌরসভার হ‌রিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে পৌরসভার হ‌রিপুর কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নুরুন্নবী সরকার ও বিএনপি প্রার্থী আলী আকবর জব্বার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন- জামাল হো‌সেন ও ইদ্রিস হো‌সেন নামের দুইজন।

 

কা‌লিহাতী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

প্রসঙ্গত চতুর্থ ধাপে জেলার কালিহাতী ও গোপালপুর পৌরসভার ভোটগ্রহণ চলছে। এর মধ্যে গোপালপুরে ইভিএমে ও কালিহাতীতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এ দুটি পৌরসভায় মেয়র পদে নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh