টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গৃহবধূ আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৬ পিএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৭ পিএম

ছবি: কক্সবাজার প্রতিনিধি

ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বসত-বাড়িতে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নুর সেতারা (২১) নামে এক গৃহবধূকে আটক করেছে র‍্যাব। 

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার র‌্যাব-১৫’এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার জনৈক শাহাদাত হোসেনের বসত-বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজনকে একটি বস্তা টেনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাতের স্ত্রী নুর সেতারাকে (২১) বস্তাসহ আটক করে। 

পরে বস্তাটি খুলে গণনা করে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। 

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত গৃহবধূকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh