টিকা নিলেন তামিম-সৌম্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:১১ পিএম

ছবি: তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে নেয়া

ছবি: তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে নেয়া

জাতীয় দলের ক্রিকেটারসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মোট ২৮ জন সদস্য করোনাভাইরাসের টিকা নিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তারা টিকা নেন। আগামীকাল শুক্রবারও ক্রিকেটারদের টিকা দেয়া হবে।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকালে শুরু হওয়া এই কার্যক্রমে সবার আগে টিকা নিয়েছেন সৌম্য সরকার। এরপর নিয়েছেন তামিম ইকবাল। 

বিসিবি জানিয়েছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে যারা থাকবেন, শুরুতে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

ক্রিকেটারদের টিকাদান কর্মসূচিতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী ক্রিকেটারদের ধন্যবাদ জানান। 

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে টিকা নিতে আসেন বিদেশি কোচিং স্টাফের ছয় সদস্য- হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি।

আরো আসেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh