সিনেমা হল এখন গুদাম ঘর

জাহাঙ্গীর আলম ভূঁইয়া

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৫ পিএম

সুনামগঞ্জ জেলার একমাত্র সিনেমা হলটি গত দশ বছরের বেশি সময় ধরে বন্ধ। এখন গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। ১৯৭৭ সালে সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নছর মিয়া নূরহাজাহান সিনেমা হলটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে মালিকানা পরিবর্তন করে মিনারা সিনেমা হল নামে রূপান্তরিত হয়। গত দশ বছরের বেশি সময় ধরে এই সিনেমা হলটি বন্ধ থাকার পর মালিকপক্ষ এটিকে ভাড়া দিয়ে দিলে এখন একটি রড সিমেন্টের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ব্যবসায়ী সাদেক আলী বলেন, সিনেমা হল আর সাদাকালো টিভি একসময় খুব চলতো, এখন আর চোখে পড়ে না। এখন স্মার্টফোন আর ডিশ লাইনের মাধ্যমে সারাবিশ্বের খবর ও বিনোদন ঘরে বসে দেখতে পায় মানুষ।

মানুষের রুচি ও চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিনেমা হলের ধস নেমেছে। তবে বড় পর্দায় ছবি দেখার আনন্দই আলাদা। সেই সুযোগ এখন আর নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh