কাদের মির্জাকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০১ পিএম

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অব্যাহতিপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম।

তিনি বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিষয়ে আলোচনা নেত্রীর (শেখ হাসিনা) টেবিলে রয়েছে। তাই নেত্রীর সিদ্ধান্তের জন্য এই চিঠি প্রত্যাহার করা হয়েছে। 

এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আবদুল কাদের মির্জাকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জেলা আওয়ামী লীগের প্যাডে নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে তাকে এ অব্যাহতি দেয়া হয়। এর দুই ঘণ্টা পরই তা স্থগিত ঘোষণা করা হয়। 

বিকেলে কাদের মির্জাকে উপজেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতির সঙ্গে দলীয় গঠনতন্ত্রপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh