আলজাজিরার প্রতিবেদন: বিবৃতি দেয়নি ফেসবুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৭ পিএম

আলজাজিরায় প্রচারিত ভিডিও কনটেন্ট (অল দ্য প্রাইম মিনিস্টারস মেন) সরানো প্রসঙ্গে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টায় এ বিবৃতি প্রকাশ করা হয়।

বাংলাদেশে ফেসবুকের জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআরের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমরা বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন) কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোনো বিবৃতি দিইনি।’

এর আগে আল জাজিরায় প্রচারিত ভিডিও কনটেন্ট ফেসবুক সরিয়ে নেবে কি না, এমন প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আদালতের নির্দেশনাসহ যা যা তথ্য ফেসবুক আমাদের কাছে চেয়েছে সেসব আমরা ফেসবুককে পাঠিয়েছি। ফেসবুক আমাদের জানিয়েছে তারা বিষয়টি রিভিউ করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh