শাহ আমানতে বিমান থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৭ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

 শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি জানান, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। যাত্রী আসনের ওপরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্যানেলে তল্লাশি চালিয়ে ১৫০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

তিনি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এ চোরাচালানির সাথে কারা সম্পৃক্ত সেটি খতিয়ে দেখা হচ্ছে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh