দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৩ পিএম

তিন দিনের সরকারি ছুটি ও ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরসের জন্য যাত্রীদের চাপের কারণে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসময় শত শত যানবাহন আটকা পড়ে।

সরোজমিনে বিকালে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত কোথাও দুই লাইনে, কোথাও একলাইনে যানবাহনের সারি আটকে রয়েছে।

এছাড়াও আলাদাভাবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ফেলুর দোকান পর্যন্ত দুই কিলোমিটার ট্রাকের সারি পারাপারের অপেক্ষায় রয়েছে।

শরিফুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, ঘাটে এসেই প্রায় ৪ঘন্টা বাসে বসে আছি। কখন ফেরিতে উঠতে সেটা জানি না। ফেরিতে উঠতে পারলে বেঁচে যাই। খুব ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরো বলেন, নদী পারে যাতে যাত্রীদের কোনো দুর্ভোগে পড়তে না হয় সেইজন্য যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh