ইবিতে চলমান সব পরীক্ষা স্থগিত

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১০ পিএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারাদেশের করোনা পরিস্থিতি কথা বিবেচনা করে সরকার আগামী ২৪মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ও আসন্ন সব পরীক্ষা স্থগিত করেছে। সেই নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চলমান স্নাতক ও স্নাতকোত্তর শেষ পর্যায়ের এবং আসন্ন সব পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

এ বিষয়ে ভিসি শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চলমান ও অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পরীক্ষা নিতে রাজি না।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বলেন, ‘সরকারের পক্ষ থেকে পরীক্ষা স্থগিত করার নির্দেশনা আসছে। ইবি প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।




সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh