ভেজাল ওষুধের দৌরাত্ম্য

তানবীরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০০ এএম

ভ্রাম্যমাণ আদালতের সুবাদে দেশের খাদ্য, হোটেল ও বাজার ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। ওষুধ ব্যবস্থাপনায় পরিবর্তন দেখা যায় না। দেশে এখনো ভেজাল ও নকল ওষুধের বার্ষিক বিক্রি প্রায় দেড় হাজার কোটি টাকা। ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়, অন্যান্য বিভাগীয় বা জেলা শহরগুলোতে এই হার কিছুটা কম হলেও একেবারে উপেক্ষণীয় নয়। আমাদের দেশের চিকিৎসাব্যবস্থা নানা সময়ে নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়। আর তাতে অনেকটা আগুনে ঘি ঢালার কাজ করে এই ভেজাল ওষুধ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর বিশেষ প্রয়োজন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh